Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে আলীনগর ইউনিয়ন


এক নজরে আলীনগর ইউনিয়ন পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় আলিনগর ইউনিয়নটি আলিনগর মৌজায় অবস্থিত। এই ইউনিয়নের পূর্বে রাধানগর ইউনিয়ন, পশ্চিমে মহানন্দা নদী, উত্তরে বাঙ্গাবাড়ী ইউনিয়ন দক্ষিণে রহনপুর পৌরসভার অবস্থান। নদীবিধৌত ইউনিয়নটির আয়তন প্রায় 10.06 বর্গ কি.মি.। ইউনিয়নের পুরাতন পরিষদ ভবনটি ১৯৭৮ সালে নির্মিত হয়েছিল। বর্তমানে পুরাতন ভবনটির ৫ টি কক্ষ আছে। আলিনগর ইউনিয়ন পরিষদটি জেলা প্রশাসকের কার্যালয় হতে ৩৮ কি.মি. দূরে অবস্থিত।


ইউনিয়নের প্রধান তথ্যসমূহ

® ইউনিয়নের আয়তন : 6.2৫ বর্গ কি.মি.।

® জমির পরিমাণ : এক ফসলী- 275.00 হেক্টর, দো-ফসলী- 490.০০ হেক্টর, তিন ফসলী-510.00 হেক্টর ।

® জনসংখ্যা : মোট জনসংখ্যার পরিমাণ (2011 সালের আদমশুমারী অনুযায়ী) 15,280 জন; যার মধ্যে পুরুষ 8125 জন এবং মহিলা 7155।

® সাক্ষরতার হার : 65%

® ভাতা প্রাপ্ত মুক্তিযোদ্ধার সংখ্যা : ৫৬ জন।

® অন্যান্য ভাতা ভোগীর সংখ্যা : বয়স্ক ভাতা-৬৪১ জন, বিধবা ভাতা- 308 জন, প্রতিবন্ধী ভাতা-৩১৮ জন, ভিডব্লিউবি ভাতা- 135 জন, মাতৃত্বকালীন ভাতা- ১৬৮জন।

® বিখ্যাত ব্যক্তি (ক্রীড়া, সংস্কৃতি,

লেখক, অভিনেতা, পদস্থ কর্মকর্তা) : ১। জনাব ডঃ মোঃ কায়েস উদ্দিন, সাবেক উপাচার্য, ইসলামী বিশ্ববিদ্যালয়, এবং উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২। জনাব তোহুর আহম্মেদ, সাবেক প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদপ্তর।

৩। মোঃ হাসানুজ্জামান, বিচারক (জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, রাজশাহী।

৪। মোসাঃ শরিফুন্নেসা, উপসচিব, সেতু বিভাগ, সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয়।

৫। জনাব মাহবুবুর রহমান, অতিরিক্ত কমিশনার, কাষ্টমস এন্ড এক্সাইজ, ঢাকা।

৬। জনাব মুঃ রেজা হাসান, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, রাজশাহী।

৭। জনাব ইয়াসিন আলী, বীর মুক্তিযোদ্ধা এমবিবিএস, রাজনৈতিক ব্যক্তিত্ব।

® বিখ্যাত খাত : কৃষি।

® শিক্ষা প্রতিষ্ঠান : কলেজ ১টি, মাদ্রাসা ২টি, প্রাথমিক বিদ্যালয় ৬ টি, উচ্চ বিদ্যালয় ২টি।

® খেলার মাঠ : এ ইউনিয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন একাধিক খেলা মাঠ রয়েছে।

® গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত অন্যান্য

অফিসার : মোঃ রেজা হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজশাহী। মোঃ জমিরুদ্দিন, কৃষিবিদ।

® নদ-নদীর তথ্য : আলিনগর ইউনিয়নের একপাশ দিয়ে বয়ে গেছে মহানন্দা ও পূনর্ভবা নদী।

® পুকুর, বিল, দাঁড়া (সরকারি/ব্যক্তি

মালিকানাধীন) : সরকারি মালিকানাধীন বিল চড়ৈল।

® বিনোদন কেন্দ্র/দর্শনীয় স্থান : রামদাশ ব্রীজ|

® ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ ১৮টি, মন্দির ১টি|

® সাংস্কৃতিক গোষ্ঠী : গম্ভীরা, আলকাপ, কবি গান ইত্যাদি গোষ্ঠী|

® হাট বাজারের তথ্য : ১টি হাট ও ১০টি ছোট বাজার।


ইউনিয়ন পরিষদের সম্পত্তির বিবরণী

আলিনগর ইউনিয়ন পরিষদটি আলিনগর মৌজাতে অবস্থিত। ইউনিয়ন পরিষদ ভবনটি যে জমির উপর অবস্থিত সেই জমির তথ্য নিম্নে দেওয়া হলো। এছাড়া অন্য কোন জমি নেই ।


মৌজার নাম

জে.এল.নং

খতিয়ান নং

দাগ নং

জমির পরিমাণ (শতক)

আলিনগর

4

294,126,1000, 333

সাবেক দাগ নং 1473, 1466, 1468, 1151

16.৫০ শতক

 

 

ইউনিয়নের বৈশিষ্ট্য্


জনগণ

আলিনগর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সম্প্রীতি বজায় রেখে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের জনগণ বসবাস করে আসছে। ইউনিয়নটি অনেক জ্ঞানী-গুণী, বড় বড় আলেম ও বীর মুক্তিযোদ্ধার জন্মস্থান।

নদী বিধৌত অঞ্চল

আলিনগর ইউনিয়নের একপাশ দিয়ে মহানন্দা ও পূনর্ভবা নদী বয়ে গেছে। নদীটির পাড়ে 7,8,9 নং ওয়ার্ড অবস্থিত। এলাকাবাসী নদী হতে মাছ আহরণ করে এবং নদীর পানি সেচ কাজে ব্যবহার করে জীবিকা নির্বাহ করে।

ফল/ফসল

আলিনগর ইউনিয়নের মাটি উর্বর হওয়ায় এই ইউনিয়নের জমিতে প্রচুর পরিমাণে আম, বরই, পেয়ারা, ধান, ভুট্রা, রবি মৌসুমে ব্রি-ধান-২৮, জিরা, ব্রি-ধান-29,36 ইত্যাদি ফল ও ফসল উৎপন্ন হয়।

ঐতিহ্য-ইতিহাস, সমস্যা ও সম্ভাবনা

আলিনগর ইউনিয় পরিষদের বর্তমান বয়স প্রায় 48 বছর। ইউনিয় পরিষদ প্রতিষ্ঠা লাভ করে 1885 সালে তৎকালীন ব্রিটিশ আমলে চৌকিদারি পঞ্চায়েত নামে। পরবর্তীতে 1919 সালে তৎকালীন ব্রিটিশ শাসক লর্ড রিপন স্থানীয় স্বায়ত্তশাসন আইন চালুর মাধ্যমে এর নামকরণ করেন ইউনিয়ন কমিটি। 1970 সালে এর নাম পরিবর্তন করে ইউনিয়ন বোর্ড করা হয়। পাকিস্তান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল। পরবর্তীতে এর নামকরণ করা হয় ইউনিয়ন পরিষদ। সকল চেয়ারম্যানগণ বিভিন্ন গ্রামের উন্নয়নমূলক কাজকর্ম যেমন: রাস্তাঘাট, প্রটেকশান ওয়াল, ব্রিজ, মাটি ভরাট কালভার্ট, বিভিন্ন স্কুল-মাদ্রাসা’র শিক্ষা উপকরণ, দুঃস্থ্ অসহায়দের সেবাসহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজকর্ম করেছেন।

এলাকার উন্নয়ন পরিকল্পনা

এই ইউনিয়টি শিক্ষিত ও সমৃদ্ধশালী ইউনিয়ন হিসেবে পরিচিত। খাদ্য উৎপাদনের দিক থেকে আলিনগর খাদ্য উদ্বৃত্ত ইউনিয়ন। যা দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সহায়ক ভূমিকা পালন করছে। যদি এখানকার কৃষি আবাদী জমিতে আধুনিক প্রযুক্তির মাধ্যমে চাষাবাদ করা যায় তাহলে আরো খাদ্য উৎপাদন সম্ভব হবে।

শিক্ষা

শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন ও প্রয়োজনীয় লোকবল নিয়োগের মাধ্যমে আলিনগর ইউনিয়নবাসী শতভাগ শিক্ষিত এলকা হিসাবে পরিচিত লাভ করবে।

পরিশেষে বলা যায়, এই ইউনিয়ন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল ও আধুনিকায়নের বহির্ভুত নয়। দেশ ও জাতি যেভাবে এগিয়ে যাচ্ছে আধুনিকতার ছোঁয়ায় ইউনিয়নটি দিন দিন আধুনিক ও উন্নয়নের দিকে অগ্রগামী হচ্ছে। বর্তমান সরকারের এটুআই প্রকল্পের সহায়তায় ডিজিটাল বাংলাদেশের ছোঁয়া আলিনগর ইউনিয়নবাসীর উপর প্রভাব ফেলেছে। যার ফলে প্রতি বাড়িতে স্মার্ট ফোন ও ইন্টারনেট ব্যবহার বেড়েছে।

 

শিক্ষা প্রতিষ্ঠানের তথ্য

কলেজ ১টি, মাদ্রাসা ২টি, প্রাথমিক বিদ্যালয় ৬টি, উচ্চ বিদ্যালয় ২টি ।


 ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দের মেয়াদকাল (1973 সাল থেকে)

ক্রমিক

চেয়ারম্যানের নাম

দায়িত্ব পালন সময়

০১

মোঃ রইশুদ্দীন আহমেদ

১৯৭৩ হতে ১৯৭৮

০২

আলহাজ্ব গাজি উদ্দিন মিঞা

১৯৭৮ হতে ১৯৮৩

০৩

মোঃ সফিকুল ইসলাম মজনু

১৯৮৩ হতে ১৯৮৮

0৪

মোঃ বাইরুল ইসলাম

১৯৮৮ হতে ১৯৯৩

0৫

মোঃ রেজাউল করিম বুলু

১৯৯৩ হতে ১৯৯৮

0৬

মোঃ রেজাউল করিম বুলু

১৯৯৮ হতে ২০০৩

0৭

মোঃ সফিকুল ইসলাম মজনু

২০০৩ হতে ২০০৮

0৮

মোঃ আনোয়ারুল ইসলাম টুনু (ভারপ্রাপ্ত)

১৬-০৫-২০০৮ হতে ২২-১০-২০০৮

0৯

আব্দুস সাত্তার (ভারপ্রাপ্ত)

২৩-১০-২০০৮ হতে ০৬-০৮-২০১১

১০

মোঃ আনোয়ারুল ইসলাম (বিদ্যুৎ)

০৭-০৮-২০১১ হতে ০৭-০৮-২০১৬

১১

মোঃ তরিকুল ইসলাম

১১-০৮-২০১৬ হতে ২২-১২-২০২২

১২

আবুল কাশেম মুহম্মদ মাসুম

২২-১২-২০২২ হতে অদ্যাবধি